নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মেয়াদ বেড়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। এবার বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। আর তা না করলেই ব্যবস্থা নেবে প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৯৫, মৃত ৭ | দেশে সক্রিয় আক্রান্ত ৮৩৫৬, মৃত ২৭৩


রবিবার এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব। সেখানে বলা হয়েছে, বাইরে বের হলে মুখ ঢাকতেই হবে। মাস্ক দিয়ে ঢাকা যেতে পারে, মাস্ক না থাকলে দুপাট্টা ভাঁজ করে নাকে মুখে চাপা দিতে হবে, গামছা ব্যবহার করাও যেতে পারে। এছাড়াও যে কোনও কাপড় দিয়ে নাক মুখ ঢাকতে হবে।


বেশকিছু দিন ধরেই একটা কথা শোনা যাচ্ছিল, শ্বাস প্রশ্বাসের মধ্যমেও এই রাগ ছড়াতে পারে। যেহেতু রোগটি ড্রপলেটের মধ্যে দিয়ে অন্যজনের দেহে সংক্রমিত হয় সেহেতু আগাম ব্যবস্থা নিল সরকার। রাজ্য সরকারের নির্দেশিকাতেও বলা হয়েছে, মাস্ক পরলে সংক্রমণ রোধ করা যাবে। দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তাই আগেভাগেই এই ব্যবস্থা নিচ্ছে অনেক রাজ্যে।


আরও পড়ুন-করোনা-মুক্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, নার্সদের নাম করে কৃতজ্ঞতা জানালেন বরিস জনসন


উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি, মুম্বই, আহমেদাবাদের মতো শহরেও মাস্ক পরেই বাইরে বের হতে হবে।। এবার সেই একই পদক্ষেপ নিল রাজ্য সরকার।