নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত। প্রসব যন্ত্রণা নিয়ে প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের গর্ভবতী ও নবজাতকদের বিভাগ মাতৃমা ভবন-এর সামনে ছটফট করলেন মহিলা। সোমবার চরম অব্যবস্থার এমনই অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এনিয়ে আতঙ্ক ছড়াল অন্যান্য রোগীর আত্মীয়দের মধ্যেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অক্সিজেন মাস্ক খুলে ওয়ার্ড থেকে ৫ ঘণ্টা উধাও করোনা রোগী, জানতেই পারল না হাসপাতাল কর্তৃপক্ষ



চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুর গ্রামের বাসিন্দা ছায়া মল্লিক দে(২০)। প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার ভর্তি হন ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তাঁর অ্যান্টিজেন টেস্ট হয়। তাতেই করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরেই তাঁকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।


আরও পড়ুন-জাহাজ বোঝাই ২,৭০,০০০ মেট্রিক টন তেল, ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড MT New Diamond-এ


এদিন বিকেলে রীতিমতো পিপিই কিট পরিয়ে অ্যাম্বুল্যান্সে ছায়া মল্লিককে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁকে হাসপাতালে নামিয়ে দিয়েই অ্যাম্বুল্যান্স চালক গায়েব হয়ে যান বলে অভিযোগ। তার পর থেকে টানা প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের মাতৃমা ভাবন-এর সামনে পড়ে ছটফট করতে থাকেন তিনি। কোনও স্বাস্থ্যকর্মী সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। প্রায় আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পর তাঁকে শেষপর্যন্ত ভর্তি নেওয়া হয়।