জাহাজ বোঝাই ২,৭০,০০০ মেট্রিক টন তেল, ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড MT New Diamond-এ

Sep 07, 2020, 20:17 PM IST
1/5

ভারতে আসার পথে কয়েকদিন আগেই শ্রীলঙ্কার উপকূলের কাছে আগুন ধরে গিয়েছিল ভারতের বিশাল তৈলবাহী জাহাজে MT New Diamond-এ। আজ ফের নতুন করে আগুন লাগল জাহাজটিতে। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, আগুন আয়ত্বে আনার মরিয়া চেষ্টা করছে নৌসেনা।

2/5

নৌসেনার তরফে একটি টুইটে বলা হয়েছে, এমটি নিউ ডায়মন্ডে ফের আগুন ধরে গিয়েছে।  আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এর জন্য অতিরিক্ত কর্মী ও যন্ত্রপাতি আনা হচ্ছে। শীঘ্রই তা পৌঁছে যাবে।

3/5

উল্লেখ্য, তৈলবাহী জাহাজ MT New Diamond কুয়েতে থেকে ২৭০,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে কয়েকদিন আগে পারাদ্বীপের উদ্দেশ্য রওনা দেয়। বিপুল পরিমাণ ওই তেল আনার জন্য জাহাজটিকে ভাড়া করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।  

4/5

শ্রীলঙ্কার উপকূলে এসে গত বৃহস্পতিবার জাহাজটিতে আগুন ধরে যায়। ভারতীয় নৌসেনা ও শ্রীলঙ্কার দমকলকর্মীরা সেই আগুন সেদিনের মতো নিভিয়ে ফেলেন।

5/5

জাহাজটি পারাদ্বীপে আনার জন্য পাঠানো হয় নৌসেনার জাহাজ INS Sahyadri-কে। তারপর সোমবার ফের এই আগুন।