নিজস্ব প্রতিবেদন: কোভিডে মৃতের দেহ তুলে দেওয়া হবে পরিবারকে। জনস্বার্থ মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের। এবার থেকে সত্‍কারের সময় উপস্থিত থাকতে পারবে পরিবার। দূর থেকে মিলবে শেষ দেখার সুযোগ। দেহ ছুঁতে পারবে না বাড়ির লোক, মানতে হবে সমস্ত স্বাস্থ্যবিধি। জানানো হয়েছে, হাসপাতাল থেকে দেহ সরাসরি শেষকৃত্যের জন্য পাঠানো হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সংক্রমণের আশঙ্কা, মেডিক্যালের মর্গে 'কোভিড দেহ' খুবলে খাচ্ছে ইঁদুর


এ ক্ষেত্রে সত্‍কারের আগে সেখানেই স্বজনকে শেষ দেখার সুযোগ পাবেন পরিবার। মৃতদেহের মুখের কাছে খোলা থাকবে জিপব্যাগের চেন। মৃতের মুখ দেখতে পাবেন পরিবারের লোকেরা। উল্লেখ্য, এই সমস্ত নিয়মবিধির সঙ্গে রাজ্য সরকার বা পুরসভা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা আরোপ করতে পারে বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


এর আগে হাসপাতালে রোগী মৃত্যু হলে দূর থেকে কেবল মৃতদেহকে চোখের দেখা দেখতে পেত পরিবার। হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীরাই মৃতদেহের ব্য়াগ খুলে পরিবারকে দেখার সুযোগ করে দিত। এরপর হাসপাতাল থেকেই পুরসভা রোগীর দেহ নিয়ে চলে যেত সৎকারের জন্য়। তবে এবার বদলাচ্ছে নিয়ম।