নিজস্ব প্রতিবেদন: অসম শান্ত রাখতে অবিলম্বে সর্বদল বৈঠকের দাবি তুলল সিপিএম। একই সঙ্গে যাদের নাম নাগরিকপঞ্জীর তালিকায় নেই তাঁদের কী করনীয় অবিলম্বে জানাতে হবে সরকারকে। শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিপিএমের দাবি, তালিকায় যে ১৯ লক্ষ লোকের নাম নেই তারা কী করবে তা অবিলম্বে জানাতে হবে সরকারকে। এদের অনিশ্চয়তার মধ্যে রাখা হবে না। ১৯ লক্ষ মানুষকে বাইরে ঠেলা যাবে না। 


 



তালিকায় যাঁদের নাম নেই তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। সিপিএমের দাবি, ফরেনার্স ট্রাইব্যুনাল কোনও সমাধান নয়। অসমে শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেজন্য সর্বদল বৈঠক ডাকতে হবে সরকারকে। সেলিমের দাবি, অন্য কোনও রাজ্যে এনআরসি চাই না। এনআরসি তালিকায় যাঁদের নাম নেই তাঁদের পাশে আছে সিপিএম। 


বলে রাখি, শনিবার বেলা ১০টায় প্রকাশিত হয় অসমে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। তাতে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। খসড়া তালিকায় প্রায় ৪০ লক্ষ নাম বাদ পড়েছিল। তাদের ৫০ শতাংশেরও বেশি নাম ঠাঁই পেয়েছে তালিকায়। তালিকা প্রকাশের পর দোলাচলে রাজ্য বিজেপিও। অসমের মন্ত্রী তথা প্রভাবশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, 'চূড়ান্ত তালিকায় বহু বৈধ নাগরিকের নাম বাদ গিয়েছে। আবার বহু অবৈধ নাগরিক কৌশলে নিজেদের নাম ঢুকিয়ে নিয়েছেন।' ‘


আমার বাবা বাংলাদেশি, আমাকেও বের করে দিন’ এনআরসি নিয়ে ক্ষোভ অধীরের


অবৈধ নাগরিকের সংখ্যা ১৯ লক্ষয় ঠেকায় ক্ষোভ প্রকাশ করেছে অসমের NRC-পন্থী সংগঠনগুলিও। তাদের দাবি, এনআরসি-র প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। 


এর মাঝেই দেশজুড়ে এনআরসি পুনর্নবীকরণের দাবি তুলেছে বিজেপি ও শিবসেনা। তবে সিপিএমের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অন্য কোথাও NRC করার ঘোর বিরোধী তারা।