‘আমার বাবা বাংলাদেশি, আমাকেও বের করে দিন’ এনআরসি নিয়ে ক্ষোভ অধীরের

নিজস্ব প্রতিবেদন: এনআরসি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “আমার বাবা বাংলাদেশি ছিল, আমাকেও বের করে দিন।” এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, দিল্লিতেও এনআরসি করা হবে। এ প্রসঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন, বলা হচ্ছে দিল্লি-সহ গোটা দেশে এনআরসি করবে সরকার। কেন্দ্রের সমালোচনা করে অধীরের দাবি, ধর্ম নিরপক্ষে পদ্ধতিতে এনআরসি করা উচিত।

এনআরসি নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেসের অন্যান্য নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রুটিমুক্ত এনআরসি তালিকা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন বলে অমিত শাহকে তোপ দেগে এনআরসি-র কড়া সমালোচনা করলেন অসমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ অসমে এনআরসি-র যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে প্রায় ১৯ লাখ নাগরিকের নাম বাদ পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এনআরসি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে অখুশি আমি। অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।” পাশাপাশি তরুণ গগৈয়ের দাবি, অনেক বিদেশির নাম নথিভুক্ত হয়েছে। যার ফলে বেশি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তরুণ গগৈ।

কংগ্রেসের প্রবীণ নেতা গগৈয়ের অভিযোগ, সাধারণ মানুষকে প্রতারণা করছে কেন্দ্র। এনআরসি প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে জানান তরুণ গগৈ। এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। তাদের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই তালিকা ত্রুটিপূর্ণ। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখল অসম স্টুডেন্ট ইউনিয়ন। অসমের ভূমিপুত্ররাই এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হবে এই দাবি গোড়া থেকে তুলে এসেছে আসু। আজ সাংবাদিক বৈঠক করে সংগঠনের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ জানান, এনআরসি-র চূড়ান্ত তালিকায় খুশি নই। এটি অসম্পূর্ণ এনআরসি হয়েছে। ত্রুটিমুক্তের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

আরও পড়ুন- সম্প্রদায়ের ভিত্তিতে নাগরিকপঞ্জীর তৈরির দাবি তোলা বন্ধ করা উচিত বিজেপির: ওয়েসি

আসু জানায়, এনআরসি থেকে বাদ পড়ার সংখ্যা অপ্রত্যাশিত। যা ভাবা হয়েছিল তা থেকে অনেক কম বলে দাবি আসুর। পাশাপশি অভিযোগও, এ দেশের প্রকৃত নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়নি। উল্লেখ্য, ওই রাজ্য থেকে বিদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সময়ে যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়, অন্যতম সদস্য ছিল আসু।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আজ অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় নাম বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের। মোট ৩.১১ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে। উল্লেখ্য, গত বছর যে খসড়া তালিকা প্রকাশ হয় সেখানে ৪০.০৭ লক্ষ মানুষের নাম বাদ পড়ে। 

English Title: 
Congress MP Adhir Ranjan Chowdhury says, “My Father was Bangladeshi therefore throw me too”
News Source: 
Home Title: 

‘আমার বাবা বাংলাদেশি, আমাকেও বের করে দিন’ এনআরসি নিয়ে ক্ষোভ অধীরের

‘আমার বাবা বাংলাদেশি, আমাকেও বের করে দিন’ এনআরসি নিয়ে ক্ষোভ অধীরের
Caption: 
ফাইল চিত্র
Yes
Is Blog?: 
No
Section: