নিজস্ব প্রতিবেদন: করোনার মারণগ্রাস, পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে উদ্ভূত পরিস্থিতি, লকডাউন- সবের চাপে চরম অনিশ্চয়তার মুখে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। তার উপর প্রকৃতির তাণ্ডব। কালবৈশাখীর দাপটে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায় বিঘার পর বিঘা বোরো ধানের ক্ষতি। মাথায় হাত চাষিদের।


রেশন দুর্নীতির অভিযোগে ২৭১ জন রেশন ডিলারকে শোকজ, গ্রেফতার ১৯
দিন কয়েক ধরে প্রকৃতির খামখেয়ালিপনায় রাতের ঘুম ছুটেছে ধান চাষিদের। এখন ধান কাটার ঠিক আগের সময়। ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি ও কালবৈশাখীতে বোরো ধান সব ঝরে যাচ্ছে। অনেক চাষি ভয়ে কাঁচা ধানই কেটে নিচ্ছেন। জমিতে আবার ধানের গোড়ায় জম জমছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, গোসাবা, বাসন্তী, ভাঙড়ের কয়েক হাজার চাষি।
লকডাউনের বাজারে অনেকেই ধার করে চাষ করেছেন। এবারে ফলনও ভালো হয়েছিল বলে জানান চাষিরা। কিন্তু লাভের মুখ দেখার আগেই কপালে চিন্তার ভাঁজ চাষিদের। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ফসল।
এখন চাষিদের একটাই চিন্তা, ঠিক সময়ে ধান কেঁটে ঘরে তুলতে পারবেন কিনা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে।