রেশন দুর্নীতির অভিযোগে ২৭১ জন রেশন ডিলারকে শোকজ, গ্রেফতার ১৯
তবে এসব নিয়ে অভিযোগের তীর গিয়েছে কেন্দ্রের দিকেই। রাজ্যের দাবি, তিন মাসের জন্য (এপ্রিল,মে,জুন) ৯ লাখ মেট্রিক টন এর জায়গায় এখনও পর্যন্ত মাত্র ৩ লাখ মেট্রিক টন চাল পেয়েছে রাজ্য। এদিকে ডাল প্রয়োজন প্রতি মাসে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে এখনও পাওয়া গিয়েছে মাত্র ৪ হাজার মেট্রিক টন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ। ব্যবস্থা নিল রাজ্য সরকার। ২৭১ জন রেশন ডিলারকে শোকজ করা হল শনিবার। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।
পাশাপাশি ঘটনার পরই ফুড কমিশনারকে তলব করেছেন মুখ্যসচিব। যেসব জায়গায় রেশন দেওয়া নিয়ে ঝামেলা চলছে, সেসব জায়গায় এখন রেশন দেওয়া হবে না বলেই জানানো হয়েছে।
তবে এসব নিয়ে অভিযোগের তীর গিয়েছে কেন্দ্রের দিকেই। রাজ্যের দাবি, তিন মাসের জন্য (এপ্রিল,মে,জুন) ৯ লাখ মেট্রিক টন এর জায়গায় এখনও পর্যন্ত মাত্র ৩ লাখ মেট্রিক টন চাল পেয়েছে রাজ্য। এদিকে ডাল প্রয়োজন প্রতি মাসে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে এখনও পাওয়া গিয়েছে মাত্র ৪ হাজার মেট্রিক টন।
রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষার আওতাধীন বেনিফিশিয়ারির সংখ্যা ৬ কোটি ১ লক্ষ। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু পরিমান মত চাল ডাল না পাওয়ায় রেশন ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে বলেই অভিযোগ করেছে রাজ্য। পাশাপাশি কেন্দ্রের দিকে আঙুল তুলে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য খাদ্য দফতরের।