নিজস্ব প্রতিবেদন: কাটমানি ইস্যুতে যখন উত্তাল বঙ্গরাজনীতি ঠিক তখনই উলট পুরাণ। সালিশি সভায় এসে কাটমানির টাকা ফেরত দিল তৃণমূলে নেতারা। কেতুগ্রাম ২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের শিবলুন গ্রামের ঘটনা। এদিন গ্রামবাসীদের ডাকা সালিশিসভায় আসেন অভিযুক্ত ছয় স্থানীয় তৃণমূল নেতা। সেখানেই আবাস যোজনার নামে নেওয়া টাকা ফেরত দেন তাঁরা। আর খানি স্থানীয় মানুষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কাটমানি ইস্যুতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, খাস কলকাতাতেই পড়ল ৫০টি ফ্লেক্স


এদিন সালিশি সভায় আসেন দিলীপ কোনাই, বাবুসোনা প্রধান, প্রসূন ঘোষ,  রঞ্জিত কোনাই,  উদয় প্রধান ও মিলন মুখার্জি । ৩২ জন গ্রামবাসীকে ফেরত দেন প্রায় দেড় লক্ষ টাকা। তবে গ্রামবাসীরা জানিয়েছেন সমস্ত টাকা না পাওয়া পর্যন্ত চলবে এই সালিশি সভা। তবে প্রাথমিক পর্যায়ে কাটমানির কিছু টাকা ফেরত পেয়ে খুশি গ্রামবাসীরা।