কাটমানি ইস্যুতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, খাস কলকাতাতেই পড়ল ৫০টি ফ্লেক্স

তবে যে নাগরিক মঞ্চের নাম উল্লেখ করে এই ফ্লেক্স লাগানো হয়েছে সেই অফিসের কোনও অস্তিত্ব নেই।

Updated By: Jul 8, 2019, 10:30 AM IST
কাটমানি ইস্যুতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, খাস কলকাতাতেই পড়ল ৫০টি ফ্লেক্স

নিজস্ব প্রতিবেদন: এবার কাটমানি কাণ্ড খাস কলকাতা। কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়ল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার বিরূদ্ধে। বেলেঘাটা ক্যানাল সাউথ রোড অন্তত ৫০টি পোস্টারে ছেয়ে গিয়েছে। তবে কে বা কারা রাতের অন্ধকারে একাজ করেছেন তা জানা নেই কারও। উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারাও। কার্যত মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। যদিও মনে করা হচ্ছে, কাউন্সিলরের কাজে অতিষ্ট হয়েই 

আরও পড়ুন: ফিশারি তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজিতে তুলকালাম বাসন্তীতে

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি স্থানীয়দের কোনও অভিযোগ নেই। এ কাজ বিজেপির চক্রান্ত। তবে পোস্টারগুলি বলছে অন্য কথা। এ কাজ হটকারিতা বা কোনও একজনের জন্য।  রীতিমতো সময় নিয়ে, সমস্ত তথ্য প্রমাণ জোগার করা হয়েছে। তারপর সুসংগঠিত ভাবে খেটে তৈরি করা হয়েছে ফ্লেক্স। ফ্লেক্সে সেখানে রয়েছে অভিযোগের সাপেক্ষে সমস্ত প্রমাণ। রয়েছে জমির দলিলের নম্বর। জমির ছবিও।

তবে যে নাগরিক মঞ্চের নাম উল্লেখ করে এই ফ্লেক্স লাগানো হয়েছে সেই অফিসের কোনও অস্তিত্ব নেই। 

.