রোজ ৮ কিলোমিটার সাইকেল চালিয়ে পড়তে গিয়েও উচ্চমাধ্যমিকে ৪১১ আজমিরার!
যত কষ্ট করার আমরা করব, কিন্তু ছেলেমেয়েদের উপরে ধাপচাপ কোনো ভাবেই আসতে দেব না। যে ভাবেই হোক ওদের পড়াশোনা চালিয়ে যাব।
নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রাম। সেই গ্রামেরই মেয়ে আজমিরা বানু, চটহাট উচ্চতর বিদ্যালয়ের ছাত্রী। এবারে উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪১১। তদের স্কুলে সে প্রথম স্থান অধিকার করেছে।
আজমিরা জানায়, প্রায় ৮ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রত্যেকদিন স্কুল ও টিউশন যেতে হয় তাকে। এরকম ফল করতে পারবে এতটাও সে ভাবেনি।
আজমিরা বানুর বাবা মহম্মদ আব্বাস আলি বলেন, 'চা-বাগানে কাজ করি। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার হলেও পরিবারের মোট সদস্য দশ। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের লেখাপড়া চালিয়ে যাচ্ছি। ওরা যতদূর পড়াশোনা করতে চায় আমি করাব।' আজমিরার মা আজগরি খাতুন বলেন, 'যত কষ্ট করার আমরা করব, কিন্তু ছেলেমেয়েদের উপরে ধাপচাপ কোনো ভাবেই আসতে দেব না। যে ভাবেই হোক ওদের পড়াশোনা চালিয়ে যাব।'
স্বয়ং আজমিরা কী বলছে?
ভবিষ্যতে সে পুলিসে চাকরি করতে চায়। সে তাদের পরিবারের দায়দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বাবার কষ্ট দূর করতে চায়।
সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে--8617070295
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: কাঁটাতারের বেড়াবন্দি জিরো পয়েন্টের হিরোইন তানজিম! উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের নজির