ভোররাতে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে দিনহাটায় তছনছ গোটা গ্রাম পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
স্থানীয় মানুষদের বক্তব্য, প্রবল ঝড়ে তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। প্রশাসনের কারও দেখা নেই
নিজস্ব প্রতিবেদন: রবিবার ভোররাতে আচমকা ঘূর্ণিঝড়ে তোলপাড় দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত। কিছু বুঝে ওঠার আগেই তছনছ কয়েক ডজন বাড়ি। বিদ্যুত্ নেই, রাস্তা বন্ধ। সকালে গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের ছবি।
আরও পড়ুন-প্রেমিকা 'ভালবাসার উপহার' ফেরাতেই অভিমানে আত্মঘাতী কিশোর প্রেমিক
প্রবল ঝড়ে গাছ পড়ে গ্রামের রাস্তাতো বটেই বন্ধ হয়ে য়ায় দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়ক। ফলে আটকে পড়েন নিত্য যাত্রীরা। কোনও কোনও জায়গায় সাইকেল ছাড়া অন্য কোনও যান পেরনোর উপায় ছিল না। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিদ্যুতের তার। প্রশাসন আসার আগেই রাস্তার গাছ সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করে স্থানীয় মানুষজন।
আরও পড়ুন-১২ ঘণ্টার ধর্মঘটের ডাক, দাবি না মানলে আমরণ অনশনের হুমকি বাস মালিকদের
স্থানীয় মানুষদের বক্তব্য, প্রবল ঝড়ে তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। প্রশাসনের কারও দেখা নেই। তবে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য জানান, যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাদের জন্যে পঞ্চায়েত থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।