নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস-এর তাণ্ডবে রাজ্যে ৩ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি, তিনি জানিয়েছেন রাজ্য ১৩৪টি বাঁধের ক্ষতি হয়েছে। আর ঝড়ের প্রভাব পড়েছে রাজ্যের ১ কোটি মানুষের উপরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ব্যক্তির গোপনীয়তা তো বটে কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয়, Whatsapp-কে জবাব কেন্দ্রের


প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির ছবিটা এরকম হলেও এর সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের কয়েকটি জায়গা তিনি নিজে যাবেন বলেও জানিয়েছেন।  এর মধ্য়েই পূর্ব মেদিনীপুরে(Purba Midnapur) ক্ষয়ক্ষতির একটি খতিয়ান সামনে এল।


জেলা প্রশাসনের তরফে রাজ্য সরকারকে যে ক্ষতির পরিসংখ্যান পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কৃষি ফসল থেকে শুরু করে, ঘরবাড়ি, ফিশারি, বিদ্যুত্ ব্যবস্থা সবকিছুকেই প্রবল ধাক্কা দিয়েছে গিয়েছে ইয়াস(Yaas)।


আরও পড়ুন-আগের চেয়ে ভালো আছেন Buddhadeb, স্থিতিশীল Mira 


জেলার তরফে জানানো হয়েছে


** শাকসবজি, ফুলচাষ মিলিয়ে ক্ষতি হয়েছে ৮১৫০ হেক্টর জমির।


** ১৫০ কিলোমিটার রাস্তার প্রবল ক্ষতি হয়েছে।


** ফসল নষ্ট হয়েছে ৫০,০০০ হেক্টরের।


** গাছপালা ও বনাঞ্চল নষ্ট হয়েছে ২৫,০০০ হেক্টর।


** হাই টেনশন ৫৫৪০ মিটার ও লো টেনশন ৯৯৫০ মিটার বিদ্যুতের তারের ক্ষতি হয়েছে। 


** ৪০০০ হেক্টর ফিশারি ক্ষতিগ্রস্ত।


** ৫০,০০০ বাড়ির ক্ষতিগ্রস্ত।


** ১২০০ গ্রাম ক্ষতিগ্রস্ত।


** ২৫ ব্লকে ক্ষয়ক্ষতি।


** মারাত্মক ক্ষয়ক্ষতি ১২ ব্লকের।