সন্দীপ ঘোষ চৌধুরী: পদত্যাগের ডেডলাইন ছিল বেলা ১২টা পর্যন্ত। দলীয় নির্দেশ অনুযায়ী শুক্রবার বেলা ১২টার মধ্যে দাঁইহাটের পুরপ্রধান শিশির মণ্ডল পদত্যাগ না করলে, রাজ্য তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই বলা হয়েছিল। শেষমেশ দলীয় নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের আগেই কাটোয়া মহকুমাশাসক দফতরে গিয়ে পদত্যাগ পত্র জমা দিলেন পুরপ্রধান শিশির মণ্ডল। পদত্যাগ পত্র জমা দিতে এসে শিশির মণ্ডল বলেন, 'দলের বাইরে আমি যাব না। দলের বাইরে কোনওদিন যাইনি। কোনওদিন যাব না।' যে ভাইরাল অডিয়ো-ভিডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক, সে প্রসঙ্গে জানান, 'ভাইরাল ক্লিপ নিয়ে থানায় এনকোয়ারি চেয়েছি। আমিও চাই যে সত্য সামনে আসুক। সবাই অন্তত সত্যটা জানুক।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে জানান যে, এরপরেও দাঁইহাট পুরসভায় তৃণমূলকেই সমর্থন করবেন তিনি। অন্যদিকে, তিনি পদত্যাগ করতেই, দাঁইহাট পুরসভার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুর সদস্যদের জরুরি বৈঠক ডাকলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত বুধবার দাঁইহাট পুরসভার পুরপ্রধান শিশির মণ্ডেলের এক অশ্লীল অডিয়ো-ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই অডিয়ো-ভিডিয়ো ক্লিপে চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে অশ্লীল ভাষায় কুপ্রস্তাব দিতে শোনা যায়। যদিও এই ভাইরাল অডিয়ো-ভিডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। কিন্তু এই অডিয়ো-ভিডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর, তদন্ত করে রাজ্য তৃণমূল কংগ্রেস। তারপরই রাজ্য তৃণমূল নেতৃত্ব পুরপ্রধান শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দেন। যে বিষয়ে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবারই বলেছিলেন, 'আমরা দলের নির্দেশ তাঁকে জানিয়ে দিয়েছি। পদত্যাগ করবেন বলেছেন। যদি না করেন, তাহলে দল অন্যভাবে ভাববে।' 


অভিযোগ, চাকরি আশায় পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। সেই তরুণীকেই নাকি কুপ্রস্তাব দেন শিশির মণ্ডল! ভাইরাল ওই অডিয়ো-ভিডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, ওই তরুণীকে বিশেষ পোশাক পরে কৃষ্ণনগরের একটি লজে আসতে বলেছেন দাইঁহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান! বলছেন, 'তুই আমাকে খুশি করবি। তোকে সবকিছু দেব।' এই ঘটনার পরই অভিযুক্ত পুরপ্রধানের বিরুদ্ধে তদন্ত নামে তৃণমূল নেতৃত্ব। ভাইরাল ভিডিয়ো ও অডিয়ো ক্লিপের সত্যতার প্রমাণ মিলেছে বলে তৃণমূল সূত্রে জানাও যায়। 


আরও পড়ুন, Anubrata Mandal: এক এজেন্সির টিকিটে অন্য সংস্থার টাকা! ১ কোটি লটারি জয় এবার 'গলার ফাঁস' কেষ্টর


পূর্ব বর্ধমানে তৃণমূলে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, 'তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, শিশির মণ্ডলের ব্য়াপার সংবাদমাধ্যমে যে কেলেঙ্কারির কথা বেরিয়েছে, তার প্রেক্ষিতে তাঁকে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে হবে।' যদিও শিশির মণ্ডলের অবশ্য দাবি করেছেন, 'অডিয়ো ক্লিপের গলা আমার নয়। আমার রাজনৈতিক জীবন নষ্ট করার চক্রান্ত চলছে। এটা বিরোধীদের সুপরিকল্পিত চক্রান্ত।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)