Anubrata Mandal: এক এজেন্সির টিকিটে অন্য সংস্থার টাকা! ১ কোটি লটারি জয় এবার 'গলার ফাঁস' কেষ্টর

গাঙ্গুলি লটারি নামে অন্য একটি এজেন্সি থেকে টাকাটি ভাঙানো হয়েছিল। কিন্তু টিকিটটি ছিল রাহুল লটারির। ছবিসহ অনুব্রত মণ্ডলের নাম প্রকাশ হয় লটারি এজেন্সির ওয়েবসাইটেও। 

Updated By: Nov 4, 2022, 01:23 PM IST
Anubrata Mandal: এক এজেন্সির টিকিটে অন্য সংস্থার টাকা! ১ কোটি লটারি জয় এবার 'গলার ফাঁস' কেষ্টর
ফাইল ছবি

প্রসেনজিৎ মালাকার: ১ কোটির লটারি। লটারি জিতেছিলেন অনুব্রত মণ্ডল। এবার বোলপুরের সেই লটারি এজেন্সিতে হানা সিবিআই আধিকারিকদের। বোলপুরের চৌরাস্তা এলাকায় অবস্থিত রাহুল লটারি। অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারি পাওয়া প্রসঙ্গে এবার সেই রাহুল লটারি এজেন্সিতে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। লটারি কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর ওই লটারির মালিককে এজেন্সির সমস্ত কাগজ-নথিপত্র সিবিআইয়ের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে ১ কোটি টাকার ওই লটারি জেতেন অনুব্রত মণ্ডল? উঠেছে প্রশ্ন। লটারি জেতার ক্ষেত্রেও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

তদন্তে উঠে এসেছে, এক লটারির নামে টিকিট কাটা হয়েছিল। এদিকে টাকা দিয়েছিল আরেকটি লটারি এজেন্সি! আর সেখানেই দানা বেঁধেছে ধোঁয়াশা। উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত, গাঙ্গুলি লটারির বাপি গাঙ্গুলি নামে একজনকে এর আগে সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয়েছিল। সেই বাপি গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে যে, গাঙ্গুলি লটারি নামে অন্য একটি এজেন্সি থেকে টাকাটি ভাঙানো হয়েছিল। কিন্তু টিকিটটি ছিল রাহুল লটারির। আর তাই রাহুল লটারির মালিককে বৃহস্পতিবার ডেকে পাঠায় সিবিআই। এবার সেই রাহুল লটারির দোকানেই হানা দিলেন সিবিআই আধিকারিকরা। দোকানে এসে কর্মীদের সঙ্গে কথা বললেন। জিজ্ঞাসাবাদ করলেন। গত বছর ওই ১ কোটি টাকার লটারি জিতেছিলেন অনুব্রত মণ্ডল। ছবিসহ অনুব্রত মণ্ডলের নাম প্রকাশ হয় লটারি এজেন্সির ওয়েবসাইটেও। এখন ওই লটারির টিকিট কবে কাটা হয়েছিল? কীভাবে নেওয়া হয়েছিল? কারা টিকিট কাটতে এসেছিল? টাকার লেনদেন কারা করেছিল? এই সকল প্রশ্নের উত্তরের খোঁজে এবার সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন, Gang Rape: 'ধর্ষণে'র মিটমাটের জন্য ডেকে পার্টি অফিসে 'গণধর্ষণ'! কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে ফের ১৪ দিনের জেল হেফাজত সায়গল হোসেনের। তিহার জেলে নিয়ে যাওয়া হবে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে। অন্যদিকে, শুক্রবার তৃতীয়বারের জন্য দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। কারণ, সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় ইডি। তাই আবার তলব। তাঁর বিপুল সম্পত্তি ও অ্যাকাউন্টে বিপুল অর্থের উৎস কী? একজন সরকারি শিক্ষিকা হয়ে বিপুল ব্যাংক ব্যালেন্স, রাইস মিল ও জমির মালিক কী করে? এইসব প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি কেষ্ট-কন্যা। তাই দু'দিন মিলিয়ে মোট প্রায় ১৫ ঘণ্টা জেরার পরেও আজ ফের তলব করা হয় সুকন্যাকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.