ওয়েব ডেস্ক : পাহাড় পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই! মোর্চার ডাকা অনির্দিষ্ট কালের বনধের আজ ১৪-তম দিন। আজও সকাল থেকে থমথমে পাহাড়। দোকান-পাট সব বন্ধ। রাস্তায় যান চলাচলও করছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গণতান্ত্রিক পথে আন্দোলনে জোর বাড়াচ্ছে মোর্চা


আজ রথের জন্যও বিশেষ কোনও ছাড় দেয়নি মোর্চা। গতকাল পাহাড়ের বিভিন্ন জায়গায় মিছিল বের করেন মোর্চা নেতারা। ২৭ তারিখ পোড়ানো হবে GTA  চুক্তি। ২৯ তারিখ পাহাড়ে সর্বদলের ডাক দিয়েছেন বিমল গুরুংরা। গোর্খাল্যান্ডের দাবিতে নিজেদের অবস্থানে অনড় মোর্চা নেতৃত্ব। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও পাহাড় সমস্যার দিকে নজর রাখা হয়েছে। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।