নিজস্ব প্রতিবেদন: লাইনের ধার থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ও আঙ্গুয়া স্টেশনের মাঝে। মৃতের নাম দীনবন্ধু গিরি(৩৫)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মধ্যরাতে জেরা, সকালে সিজিও কমপ্লেক্সে কী করলেন SVF কর্ণধার শ্রীকান্ত মোহতা?


দীনবন্ধু বালেশ্বরের পুতিনা গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে তাঁকে দাঁতন ও আঙ্গুয়া স্টেশনের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অনেকে মনে করছেন, ডাউন ভদ্রক হাওড়া বাঘাযতীন প্যাসেঞ্জার কিংবা বালেশ্বরগামী ডিএম লোকাল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। অথবা রেললাইন পার হওয়ার সময়েও ট্রেনের ধাক্কায় তিনি আহত হতে পারেন ।


আরও পড়ুন: চড়ল পারদ, শীত কি তবে বিদায় নিচ্ছে? জানুন কী বলছে হাওয়া অফিস


রেললাইনের ধারে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে রেলপুলিসে খবর দেন। পুলিস গিয়ে দীনবন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।  দীনবন্ধুর মাথায় ও বুকে গভীর ক্ষত রয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস।