নিজস্ব প্রতিবেদন: রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল পূর্ণবয়স্ক এক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরা নদী রেলব্রিজ এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় বাসিন্দা অনিল খেড়িয়া জানান, সম্ভবত চিতাবাঘটি (chitabagh) রাতে রেলসেতু পেরোচ্ছিল। সেই সময় চালসা থেকে মালবাজার (malbazar) অভিমুখে কোনও ট্রেন যাচ্ছিল। মনে হয়, সেই ট্রেনের ধাক্কাতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলছিল।


আরও পড়ুন: খাঁচা পেতে ধরতে হবে চিতাবাঘ, দাবিতে স্মারকলিপি জমা চা-শ্রমিকদের


খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাল বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় ওই পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটির মৃত্যু হয়। আমরা দেহটিকে লাটাগুড়ি (lataguri)এনআইসি-তে নিয়ে যাব। সেখানে ময়নাতদন্তের পর সব জানা যাবে।



মালবাজার পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, জাতীয় সড়কে মাঝে-মধ্যে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু, রেলব্রিজে এই রকম ভাবে ট্রেনের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু সম্ভবত এই এলাকায় এই প্রথম।


আরও পড়ুন: চিতাবাঘের আতঙ্কে সন্ত্রস্ত মানাবাড়ি চা-বাগান