তথাগত চক্রবর্তী: বারুইপুরে বাড়ছে ডেঙ্গি ৷ বারুইপুর মহকুমা সদর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩০০র বেশি বাসিন্দা ভর্তি হয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন বিরোধীরা ৷ পালটা পর পর ২ বছর কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতার সার্টিফকেট দেখিয়ে তোপ বারুইপুর পুরসভার চেয়ারম্যানের ৷ এদিকে চিকিৎসা ব্যবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে ওয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করলেন বারুইপুর হাসপাতালের সুপার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারুইপুর এলাকায় বাড়ছে ডেঙ্গি ৷ পুরসভা ও পঞ্চায়েত এলাকা মিলিয়ে ৩০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত এই এলাকায় ডেঙ্গিতে কারও মৃত্যু না হলেও, গত ৫ বছরের হিসেবে সবথেকে বেশি ডেঙ্গি হয়েছে বারুইপুর এলাকায় ৷ স্বাভাবিকভাবেই বারুইপুর সদর হাসপাতালে চাপ বেড়েছে রোগীদের ৷ এই অবস্থায় প্রতিদিন টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ গড়ে ৩০০ জন করে রোগীর টেস্ট করা হয় বলে জানিয়েছেন বারুইপুর হাসপাতালের সুপার ধীরাজ রায় ৷ পরিস্থিতি মোকাবিলায় তিনি নিজে, মেডিসিন স্পেশালিস্ট, সিস্টার ইনচার্জ, সেন্ট্রাল ল্যাবরেটরি ও প্যাথলোজিস্টকে নিয়ে একটি ওয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছেন। যাতে ডেঙ্গি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় ও সেইমতো পদক্ষেপ করা যায় ৷ হাসপাতাল চত্বরও নিয়মিত পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে ৷ ডেঙ্গি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তিনি ৷


যদিও ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে অবশ্য শাসক-বিরোধী তরজা অব্যাহত ৷ বারুইপুরের বেহাল নিকাশির কথা মেনে নিয়েছেন খোদ চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী ৷ তিনি বলেন, তারা চেষ্টা করছেন ৷ যদিও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন বিজেপি নেতা সুনীপ দাস ৷ 


আরও পড়ুন, Panjipara: কেন খুন পাঞ্জিপাড়ার তৃণমূল প্রধান? মোটিভ ব্রেক থ্রু পুলিসের! গ্রেফতার সুপারি কিলার



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)