Dengue Death: ফের ডেঙ্গিমৃত্যু শহরে, মৃতের সংখ্যা বেড়ে ৬...
Dengue Death in West Bengal: বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। তাঁর রক্তের নমুনা পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবারও ডেঙ্গিতে মৃত্যু হল দক্ষিণ দমদমে। এবারও পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগর অঞ্চলে মৃত্যু হল প্রবীণ এক মহিলার। রুনা বসাক নামে ৫৩ বছর বয়সি ওই মহিলা চলতি মাসের ১৪ তারিখ নাগেরবাজার-সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২১ তারিখ তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ্য করা হয়েছে।
আরও পড়ুুন: পুজোর আগেই ধসে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক! কবে খুলবে?
মৃতের পরিবারসূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই রুনাদেবী জ্বরে আক্রান্ত ছিলেন। এর পরে তাঁর রক্তের নমুনা পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ২১ তারিখে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গি-মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬!
গত বুধবারই শ্যামনগর অঞ্চলে বছর ১৪ এক কিশোরী ডেঙ্গিতে মারা যায়। এরপর ফের একবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল শ্যামনগর অঞ্চলে।
এদিকো গোটা রাজ্য়েই ডেঙ্গি-পরিস্থিতি ভালো নয়। তবে কোনও কোনও জেলায় পরিস্থিতি ভালো। যেমন বিগত কয়েক বছরের তুলনায় এ বছরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দার্জিলিং-শিলিগুড়িতে যথেষ্ট কম বলে দাবি এই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে পুরনিগম কর্তৃপক্ষের।
শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য দফতর জানায়, তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল বলে এ বছর পুর-অঞ্চলে ডেঙ্গি-আক্রান্তের সংখ্যা অনেক কম।
আরও পড়ুুন: আশ্বিনের শারদলগ্নে অপরূপ কাশফুল! চোখ ফেরাতে পারবেন না এই সব ছবি থেকে...
তবে ভালো নয় কলকাতার পরিস্থিতি। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। প্রাণ গিয়েছে এক চিকিৎসকের। নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায়। ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা ছিলেন বছর আঠাশের ওই তরুণ। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে কর্মরত ছিলেন তিনি। ডেঙ্গি প্রাণ কেড়েছে যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়ের এক পড়ুয়ারও। গত ১২ দিনে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।