সুতপা সেন: পাহাড়ে পর্যটক টানতে দেশজুড়ে প্রচার শুরু করছে রাজ্য। টানা বনধের ফলে পর্যটনে ক্ষতি সামাল দিতেই এই সিদ্ধান্ত। প্রচারের নাম দেওয়া হয়েছে 'ডেস্টিনেশন বেঙ্গল-ডেস্টিনেশন হিল'। জানুয়ারি থেকে এপ্রিল  বিভিন্ন বিমানবন্দর,রেলস্টেশনে দেওয়া হবে হোর্ডিং। থাকবে শাহরুখ খানের বিজ্ঞাপন চিত্রও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়নাভিরাম পাহাড়। তার অমোঘ হাতছানি উপেক্ষা করতে পারে কে।


আরও পড়ুন: ঝোপের ভিতর উঁকি দিতেই ঘাড়ের ওপর চিতাবাঘ, হলদিবাড়িতে শোরগোল


 গত কয়েকবছরে পাহাড়ে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। প্রতিবছরই নতুন রেকর্ড গড়েছে পাহাড়।


কিন্তু নাগারে বনধের ফলে সম্প্রতি পাহাড় থেকে মুখ ফিরিয়েছেন অনেক পর্যটকই। সে দেশি বা বিদেশি পর্যটক যেই-ই হোন না কেন।


পর্যটনে বাড়ছে রাজ্য


২০১১ সালে রাজ্যে দেশের  পর্যটকের সংখ্যা ছিল ২.২ কোটি।


২০১৬ সালে  পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ কোটি।


২০১১ সালে রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১২ লক্ষ।


২০১৬ সালে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪.৯লক্ষ।


 


বিদেশি পর্যটক টানায় পঞ্চম স্থানে এরাজ্য ।


দেশের পর্যটক টানায় স্থান  অষ্টম।


এরাজ্যে যেসব পর্যটক আসেন ,  তাঁদের বেশিরভাগেরই গন্তব্য থাকে পাহাড় ।


এমনিতে বিদেশি পর্যটকরা সিকিম, নেপাল , ভুটানে যাওয়ার পথে দার্জিলিংয়ে ঘুরে যান। বনধ থাকার কারণে এতদিন যেতে পারছিলেন না। টানা বনধের ফলে পাহাড়ে দেশি-বিদেশি পর্যটকে ভাঁটা পড়েছে। অস্থির ওই ৩ মাসের ফলে অনেকটাই  কমে গেছে পর্যটক সংখ্যা।


আরও পড়ুন:  কে ইদ্রিস? কড়েয়া শুট আউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


পাহাড়ে পর্যটকের ভাঁটা সামাল দিতে দেশজুড়ে প্রচারের পরিকল্পনা নিল রাজ্য।


মুম্বই , দিল্লি সহ দেশের অন্যান্য বড় বড় রেল স্টেশন এবং বিমানবন্দরে হোর্ডিং দেওয়া হবে। চলবে টেলিভিশন বিজ্ঞাপনও। পাহাড়কে প্রোমোট করে রাজ্যের তৈরি  শাহরুখ খানের  বিজ্ঞাপন চিত্রও দেখানো হবে।


পাহাড়ের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য, জয় রাইডের কথা বিজ্ঞাপনে তুলে ধরা হবে। তুলে ধরা হবে টি ট্যুরিজম, কমলালেবুর বাগান।  পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা যে খুব ভালভাবে দেখা যায়, বিজ্ঞাপনে জানানো হবে সেকথাও।


পাহাড়ে পর্যটক টানতে নতুন প্রচার। ডেস্টিনেশন বেঙ্গল ডেস্টিনেশন হিল ভালই সাড়া ফেলবে বলে আশা রাজ্যের।