Dev: ভোটে জিতেও থামতে নারাজ, ঘাটালে `সবুজ ঝড়` তুলছেন দেব...
West Bengal Lok Sabha Election 2024: গতবারের তুলনায় ঘাটালে আরও ৮০ হাজারের বেশি ভোট পেয়েছেন দেব। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন তাঁর লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। নির্বাচনের পরেই সেই সিদ্ধান্ত বদলালেন অভিনেতা-সাংসদ।
ই গোপী-চম্পক দত্ত: কথা রাখলেন ঘাটালের(Ghatal) সাংসদ দেব(Dev)। তিনি আগেই জানিয়েছিলেন, যত ভোট পাবেন, তাঁর কেন্দ্রে ততগুলো গাছ লাগাবেন তিনি। কথামতো নিজের ঘাটাল লোকসভা কেন্দ্র বৃক্ষরোপণ-এর কাজ শুরু করলেন দীপক অধিকারী। প্রাথমিকভাবে,তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় ২ লাখ গাছ লাগাবেন।
কথা মতোই প্রতিটি বিধানসভাতেই চারা গাছ লাগাতে শুরু করেছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী। সবং পিংলা ডেবরাতে গাছ লাগানোর পর বিকেল বেলা এসে পৌঁছান কেশপুরে। যে বিধানসভা থেকে তিনি লিড পেয়েছেন এক লক্ষ তিন হাজার ভোটে। দেব কেশপুরে পৌঁছাতেই শুরু হয়ে যায় আবির খেলা। দেবকেও সবুজ আবির মাখিয়ে দেওয়া হয়। পরে কেশপুরের মুগবাসানে দলীয় কার্যালয়ের সামনে তিনি একটি চারা গাছ রোপন করে দিয়ে যান। এভাবেই তিনি বাকি বিধানসভা অর্থাৎ ঘাটাল দাসপুর এলাকাতেও গাছ লাগাবেন বলে জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)