নিজস্ব প্রতিবেদন : 'খেলা হবে... এবার ভয়ঙ্কর খেলা হবে... সাইডলাইনে বসে দেখুন আপনারা।' গরম চায়ের কাপ হাতে ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। এদিন বর্ধমান স্টেশনে চা-চক্রে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। চা চক্রে তিনি ছাড়াও সাংসদ সুনীল মন্ডল, দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানেই বিজেপি রাজ্য সভাপতিকে বলতে শোনা গেল, "খেলা হবে স্লোগান তৃণমূল কংগ্রেস বাংলাদেশের থেকে ধার করেছে। এবারে ভয়ঙ্কর খেলা হবে। আপনারা সাইডলাইনে বসে দেখুন।" একইসঙ্গে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, "বাংলাদেশে খেলা খেলতে গিয়ে কী হয়েছে, তা সবাই জানেন। এখানেও খেলা হবে!" পাশাপাশি, আরও তোপ দাগেন, "রাজ্য সরকার কর্মসংস্থান থেকে কৃষি সবেতেই চূড়ান্ত ব্যর্থ। স্বাস্থ্যসাথীর নাম করে ঢপবাজি দিচ্ছেন। ওনার নায্যমুল্যের ওষুধে ময়দা ভরা।" ৫ টাকায় ডিম-ভাত খাওয়ানোর প্রকল্পকেও কটাক্ষ করেন তিনি।


এদিন চা-চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, তাঁকে 'গুন্ডা' বলায় তাঁর কোনও আফশোষ নেই। তাঁর সাফ কথা, "আমাকে ওরা গুন্ডা বলেন। মানুষের কথা বলতে গিয়ে গুন্ডা বললে, কোনও আফসোস নেই।" প্রসঙ্গত, একুশের ভোটের আগে এই 'খেলা হবে' স্লোগান শোনা যাচ্ছে সবপক্ষের মুখেই। একদিকে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডল যেমন বলেছেন, 'খেলা হবে, ফাইনালে জিতব আমরাই!' তেমনই নবান্ন অভিযানের আগে DYFI কর্মীদের মুখেও শোনা গিয়েছিল এই স্লোগান, 'খেলা হবে, আসল সময়ে দেখতে পাবেন!'


আরও পড়ুন, ১৫ মিনিট অতিরিক্ত কাজেই ওভারটাইম! নতুন Labour Law-এ কর্মীদের জন্য দারুণ সুখবর