নিজস্ব প্রতিবেদন: সোমবার রাত থেকেই মালবাজার মহকুমা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কখনও ঝিরিঝিরি আবার কখনো জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির জেরে ডুয়ার্স জুড়ে জাঁকিয়ে পড়ল শীত। বৃষ্টি এবং শীতের সঙ্গে রাস্তাঘাটে কুয়াশার দাপটও দেখা যাচ্ছে সমান তালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাস্তায় যানবাহন কম। যেসব গাড়ি চলাচল করছে, সেগুলি আলো জ্বালিয়েই চলেছে। বৃষ্টিতে রাস্তাঘাটে এবং নিচু এলাকায় জল জমে সমস্যা বেড়েছে। তবে মালবাজার এবং সংলগ্ন এলাকায় খুশির আমেজ কেননা ফিরছে শীতের আমেজ। 
বছরের এই প্রথম শীত পড়ল। তবে মঙ্গলবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গী। এখনও পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। সাধারণ মানুষ বলছেন, বৃষ্টি হওয়ায় ঠান্ডা জোরালো হল। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা। ভোরের দিকে রাস্তা কুয়াশায় ঢেকেছিল। পরেও কুয়াশা তত কাটেনি।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Weather Today: শীতের খামখেয়ালি আবহাওয়া রাজ্যে, স্বাভাবিকের থেকে বাড়ছে তাপমাত্রা