নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক! ৩৮ বছরের মহিলার শরীরের অর্ধেক অংশই গেল চিতা বাঘের পেটে। আর 'উচ্ছিষ্ট’ পড়ে রইল চা বাগানেই। ঘটনাস্থল ডুয়ার্সের মাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছুটে গিয়ে মমতাকে চিঠি ধরালেন বৃদ্ধ!


মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকেরা পাতা তুলতে গিয়ে মৃতদেহটি পড়ে  থাকতে দেখে। এরপরই খবর দেওয়া হয় বন দফতরকে। পরে জানা যায় দেহটি শুক্রামনি ওড়াও নামের একটি ৩৮ বছরের মহিলার। সোমবার রাতে চিতাবাঘের শিকার হয়েছে ওই মহিলা, এমনই অনুমান করছে স্থানীয়রা।


আরও পড়ুন- প্ল্যান বাংলা! 'ঐতিহাসিক' সিদ্ধান্ত মোদী-শাহ’র


এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণ ভয়ে শ্রমিকরা চা পাতা তুলতেও অস্বীকার করছে। এদিকে প্রতিদিনই এই অঞ্চল দিয়ে শিশুরা যাতায়াত করে। এই পথে রয়েছে স্কুলও। স্বাভাবিক কারণেই শিশুদের নিরপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।   কারণ, এর আগেও এই অঞ্চলে চিতার হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সেই আতঙ্ক আরও বেড়েছে। এসবের পর আরও বেশি তত্পর হয়েছে বন দফতর। চিতাবাঘটিকে ধরার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে তারা। পাতা হয়েছে খাঁচাও।