নারায়ণ সিংহরায়: টুরিস্ট বাসে ব্রাউন সুগার! কীভাবে? যুবককে আটক করল পুলিস। উদ্ধার হল ৪ কেজি ৭০০ গ্রাম মাদক। ঘটনাস্থল, শিলিগুড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sandeshkhali Bandh: প্রাক্তন বিধায়ক নিরাপদর মুক্তি চাই, সোমবার ১২ ঘণ্টার সন্দেশখালি বনধের ডাক সিপিএমের


পুলিস সূত্রে খবর, অসমের তেজপুর থেকে শিলিগুড়ি আসছিল বাস। বাসে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই পর্যটক। সেই বাসেই ট্রলি ব্য়াগে ভরে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিলেন এক যুবক।


তারপর? গোপন সূত্রের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল টাস্ক ফোর্স(STF)। শিলিগুড়ির কাছেই ফুলবাড়িতে জাতীয় সড়কে বাসটিকে থামানো হয়। অভিযুক্ত যুবককে আটক করেন STF আধিকারিকরা।এরপর যখন ব্যাগে তল্লাশি চালানো হয়, তখন কালো প্যাকেটে ভিতের পাওয়া যায় ব্রাউন সুগার। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। তদন্তে নেমেছে পুলিস।


আরও পড়ুন:  Andal Incident: হাইড্র্যান্টের পাশে উপুড় হয়ে পড়ে দেহ, সাতসকালে চাঞ্চল্য ছড়াল এলাকায়



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)