নিজস্ব প্রতিবেদন: ঘর ভাঙ্গার প্রতিবাদ করায়, প্রতিবাদী ভাইপোর হাত কামড়ে ফুটো করে দিল কাকা। ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানার খড়িমাচান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নিজের জায়গাতেই ঘর তৈরি করেছে ভাইপো। আর সেই ঘর জুলুম দেখিয়ে ভাঙতে আসে কাকা ও তার পরিবার। ঘর ভাঙ্গার প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী ভাইপোকে বেধরক মারধর করে কাকা, এমনকী হাতে কামড়ে দেয় বলেও অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লালগড়ে মধ্যরাতে জ্বালিয়ে দেওয়া হল তৃণমূল কর্মীর বাড়ি, বরাত জোরে বাঁচল একরত্তিরা


ঘটনায় গুরুতর আহত হয়েছে যুবক। আহত যুবকের নাম, মনোতোষ সর্দার ( ২৬)। পরিবারের অন্যান্য সদস্যরা জানাচ্ছেন, নিজের জায়গাতেই ঘর তৈরি করে মনোতোষ। আর সেই ঘর জোর করে ভাঙতে আসে কাকা দেবী রঞ্জন সর্দার ও তার পরিবার। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত মনোতোষ সরদার। এ বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।


আরও পড়ুন: রাত থেকে নিখোঁজ, সকালে কুয়োর মধ্যে থেকে উদ্ধার দেড়মাসের শিশুকন্যার নিথর দেহ