নিজস্ব প্রতিবেদন: শীত প্রায় বিদায় নিচ্ছে। এখন কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-তিন দিনের জন্য থাকছে শীতের আমেজ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৯৮ শতাংশ। আগামী দুদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ‘সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদের গুলি করা হবে না তো কি চা খাওয়ানো হবে!’


জম্মু-কাশ্মীরে আজ ঢুকছে আরও একটি পশ্চিমীঝঞ্ঝা। এর প্রভাবে বদলে যাবে আবহাওয়া। আগামী দু-তিন দিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ঝাড়খন্ডে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ডে  পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে আগামিকাল থেকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।