অরূপ লাহা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ধমানের বড়শুলের দে পরিবারে দুর্গা পূজিত হন হরগৌরী রূপে। প্রায় আড়াইশো বছর আগে দে পরিবারের জমিদারি ছিল।


দামোদরে নৌ-বাণিজ্য সূত্রে দূর-দূরান্ত থেকে বণিকরা আসতেন এই জমিদারবাড়িতে। একবার তীর্থযাত্রীদের একটি দল গঙ্গাসাগরে যাওয়ার পথে দামোদর লাগোয়া বড়শুলে ছাউনি করেন, পরে তাঁরা দে পরিবারে আশ্রয় নিতে আসেন।



কথিত আছে, ওই তীর্থযাত্রী দলের এক সাধুর ঝুলিতে অনেকগুলি মূর্তি ছিল। দে পরিবারের এক কিশোরী সেদিন একটি হরগৌরীর মূর্তি পছন্দ করে। সেই থেকে দে পরিবারের মন্দিরে ঠাঁই পায় ওই হরগৌরী মূর্তি। নিয়মিত পুজোও শুরু হয়। ঘটনাচক্রে সেই যে শুরু হল হরগৌরীর পুজো, নিয়মনিষ্ঠা সহযোগে সেই পুজো বরাবর হয়ে আসছে বড়শুলের জমিদারবাড়িতে।


আরও পড়ুন:  Durga Puja 2021: বিসর্জনের সময়ে আজও শোনা যায় বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ


এ পুজোয় মূর্তির বিশেষত্ব রয়েছে। হরগৌরীর এই দুর্গা পুজোয় মা দুর্গা দেবাদিদেব শিবের কোলে আসীন। এখানে নেই মা দুর্গার বাহন সিংহ, নেই মহিষাসুরও। সেই জায়গায় রয়েছে মহাদেবের বাহন ষাঁড়। নেই লক্ষ্মী ও সরস্বতীর বাহনও। তবে, কার্তিক ও গণেশ স-বাহনই বিরাজমান। 


শাক্তমতে পুজো হওয়ায় এখানে বলিদান প্রথা চালু আছে। সপ্তমীতে হয় ছাঁচি কুমড়ো বলি, অষ্টমীতে ছাগ বলি। নবমীতে ন'রকমের ফল পুজো দেওয়া হয়। 


একসময় এ পুজো উপলক্ষে জলসা হত, বসত কীর্তন-সংগীতের আসর। নাটক, কবিগানও বসত। এখন আর সেইসব হয় না। 


তবে, আজও ভাটা পড়েনি এ পুজোর কৌলীন্যে। বড়শুলের প্রায় সমস্ত মানুষই সানন্দে এ পুজোয় অংশ নেন। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি, কয়েক ঘণ্টায় ভিজবে এই জেলাগুলো