1/7
জমিদারি নেই, জমিদারবাড়ি আছে
2/7
হুগলির পাঠকবাড়ি
হুগলির দাদপুরের তালচিনান গ্রামের পাঠকদের জমিদার বাড়ির কিছু অংশ এখনও অবশিষ্ট রয়েছে। এই বাড়ির ঠাকুরদালানে হয় দুর্গা পুজো। ২২৭ বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন জমিদার কৃষ্ণকান্ত পাঠক। চাঁদপুর, মহেশপুর, হিরণ্যবাটিতে জমিদারি ছিল পাঠকদের। শুধু দশ হাজার বিঘা খাসজমি ছিল তাঁদের। প্রজাদের দেওয়া খাজনাতেই চলত জমিদারি।
photos
TRENDING NOW
3/7
ঐতিহ্যের পুজো
4/7
জমিদার বাড়ি
5/7
বৈষ্ণবমতে পুজো
6/7
গ্রামের বাড়িতে ফেরা
মূলত কলকাতায় থাকেন পাঠক পরিবারের লোকজন। কয়েকজন বিদেশেও থাকেন। পুজোর সময়ে অবশ্য গ্রামের বাড়িতে আসেন তাঁরা। পরিবারের সদস্য ও গ্রামসম্পর্কে জ্ঞাতিরা সপ্তমীতে ভূরিভোজ করেন এক সঙ্গে। নবমীতে গ্রামের সব শ্রেণির মানুষের জন্য পাত পড়ে পাঠকবাড়িতে। প্রায় দুহাজার মানুষ এক সঙ্গে পংক্তিভোজ করেন। দশমীতে থাকে লুচি বোঁদে আর সিদ্ধি।
7/7
দুর্গা সহায়
photos