নিজস্ব প্রতিবেদন: অন্ডাল বিমানবন্দরে নামার আগেই প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ দেখাল সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষজন। দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে পোড়ান হল নরেন্দ্র মোদীর কুশপুতুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বড়দিনের পর মেঘালয়ে নাগরিকত্ব আইন খতিয়ে দেখার আশ্বাস অমিত শাহের


রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে যাওয়ার জন্য অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নেতৃত্বে দলের নেতারা।  এরাজ্যের অশান্তির কথা প্রধানমন্ত্রীকে জানান তাঁরা। এরপরেই তিনি ঝাড়খণ্ডের দুমকার উদ্দেশ্য উড়ে যান। এর আগেই ওই বিক্ষোভ দেখায় জনতা।



আরও পড়ুন-হাওড়া-খড়গপুর শাখায় রেল চলাচল শুরু হলেও বাতিল বহু দূরপাল্লার ট্রেন


মিছিল উপলক্ষে এলাকা কড়া পুলিসি ব্যবস্থায় আয়োজন করে প্রশাসন। তার মধ্যেই এদিন ওল্ড কোর্ট মোড়ে এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে মিছিল করেন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। মোড় থেকে সার্ভিস রোড ধরে ভিরিঙ্গি মোড় হয়ে ফের তা ফিরে আসে ওল্ট কোর্টে মোড়ে। সেখানেই নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে জনতা।