Egra Blast: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রাস্তায় ছিন্নভিন্ন দেহ, তীব্র আওয়াজে কেঁপে উঠল গ্রাম
এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৪ জন ৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷
কিরণ মান্না: বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। দুপুর একটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার পুলিস। তবে গ্রামে পুলিস ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিস্ফোরণের তীব্রতায় একাধিক ব্যক্তির মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন, Coal Scam Case: 'আমি নির্দোষ হুজুর', চারদিনের হেফাজত শেষে সিবিআই আদালতে দাবি বিকাশ মিশ্রর
এগরায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৪ জন ৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷ স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একাধিক বাড়িতে আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে দেহাংশ।বিস্ফোরণে আস্ত বাড়ি ছাড়খাড় হয়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়ে রয়েছে বলেই জানা গিয়েছে। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিসের পাশাপাশি, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিনও। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, শুধু বাড়ির কাঠামো সেখানে পড়ে রয়েছে। আশেপাশের এলাকার মানুষ ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন।
আরও পড়ুন, Coal Smuggling: ‘প্রভাবশালী’ তত্ত্বে খারিজ জামিন, ১৪ দিনের জেল হেফাজত ইসিএল কর্তা ও সিআইএসএফ কর্মীর