নিজস্ব প্রতিবেদন : শনিবার খুশির ইদ। জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কোঝিকোর জেলা ছাড়া দেশের অন্যান্য অংশে চাঁদ দেখা যায়নি। তাই কেরালায় শুক্রবার ইদ পালিত হলেও দিল্লিসহ দেশের অন্যান্য অংশে শনিবার পালিত হবে খুশির ইদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, পেনশনের টাকা চাই, মাকে মেরে মাথা ফাটাল ছেলে-বৌমা!


ইদ উল ফিতরের মধ্যে দিয়ে পবিত্র রমজান মাস শেষ হবে। বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন মসজিদ ও ইদগাহে প্রার্থনায় অংশ নেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে শুক্রবারই পালিত হচ্ছে ইদ উল ফিতর ।