ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জায়গায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক, টুইটে জানালো সরকার
কলকাতার বেশিরভাগ জায়গাতেই জল পাম্প করে বার করে দেওয়া হয়েছে বলেও টুইটে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতার বেশিরভাগ এলাকাতেই ইতিমধ্যে বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক বলে রাজ্য সরকারকে রিপোর্ট করল সিইএসই। টুইটার হ্যান্ডেলে সিইএসই-র রিপোর্টের কথা উল্লেখ করা বলা হয়েছে, ইতিমধ্যেই যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বসু রো়ড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শিলপাড়া, লেকটাউন, যশোররোড, নাগেরবাজার, রাসবিহারী কানেক্টর, বিবি চ্যাটার্জি রোড বিদ্যুত্ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।
অন্যদিকে, WBSEDCL-এর রিপোর্টে বলা হয়েছে, গড়িয়া, বাঁশদ্রোণী, কেষ্টপুর, বাগুইআটি, তেঘরিয়া, সল্টলেক, নিউটাউন, বারাসত, তমলুক, এগরা, কাঁথি, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গয়েশপুর, কল্যাণীর বেশিরভাগ এলাকাতেই এখন বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক।
রাজ্য সরকারের তরফে টুইট করে জানানো হয়েছে, CESC ও WBSEDCL এর কর্মীরা ২৪ ঘণ্টা অনবরত কাজ করে চলেছেন। রাজ্যের সর্বত্র বিদ্যুত্ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের তরফে অকৃত্রিম প্রচেষ্টা চলছে। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় সেনা, এনডিআরএফ, সিভিক ও সরকারি এজেন্সিগুলো কাজ করে চলেছে।
কলকাতার বেশিরভাগ জায়গাতেই জল পাম্প করে বার করে দেওয়া হয়েছে বলেও টুইটে জানানো হয়েছে।
আরও পড়ুন, '২০ ঘণ্টা করে কাজ করছেন কর্মীরা', ২ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস কেবল কর্তাদের