নিজস্ব প্রতিবেদন: হাতির পায়ের চাপে নষ্ট হল প্রচুর চা গাছ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি।  মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার লাটাগুড়ি বনাঞ্চল লাগোয়া বড়োদিঘি চা বাগানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মালয়েশিয়ায় পুলিসের জাল থেকে বাংলার শ্রমিককে ফেরানোর উদ্যোগ


 জানা গিয়েছে, রাতে সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে ১০-১৫ টি হাতির দল ঢোকে বাগানে।বাগানের ১৪ নম্বর সেকশনে নুতুন চাবাগানে তান্ডব চালায় হাতির দল।  যার জেরে বাগানের বহু ক্ষতি হয়েছে। বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যার  পর  হাতির দল ঢুকছে বাগানে। শুধু হাতি নয় চিতার উপদ্রবও চলছে বাগানে।


আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সুপার স্পেশালিটি হাসপাতালে!


কয়েকদিন আগে বাগানের আর এক সহকারি  ম্যানেজার চিতার হানায় গুরুতর আহত হয়। বাগানের গ্রাম পঞ্চায়েত সদস্য সমীর মাহালি জানান, দিনের পর দিন যে ভাবে বাগানে হাতি ও  চিতার  উপদ্রব বাড়ছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। সন্ধ্যার পর মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না ভয়ে। বাগানে বনকর্মীদের নিয়মিত টহলদারি সহ চিতা ধরার জন্য বাগানে খাঁচা পাতানোর লিখিত দাবি বাগানের তরফে বনদফতরকে জানানো  হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।  এবার বনদফতরের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন বাগানের বাসিন্দারা।