নিজস্ব প্রতিবেদন:  তৃণমূল কর্মীর বাড়িতে আগুন। অভিযোগের তির বিজেপির দিকে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার পাটশ্যাওড়া গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




রবিবার রাতে সাধনি বাগদি নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লেগে যায়। আসবাবপত্র সহ ঘরের একাংশ পুড়ে গিয়েছে।  এই ঘটনায় এলাকার বিজেপিনেতা বিপ্লব গড়াই  ও নিত্যানন্দ গড়াইয়ের দিকে আঙুল তুলেছেন সাধনি। তাঁর অভিযোগ, এলাকার বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই অন্ধকারে লুকিয়ে বাড়ির পিছন থেকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার পুলিস। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 



 এলাকার তৃণমূল নেতা স্বাধীন সৌয়ের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপি নেতৃত্বের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে  বিজেপি। তাদের দাবি, তৃণমূলের লোকেরাই মানুষকে ভয় দেখানোর জন্য এসব করছে। আর বিজেপির দিকে আঙুল তুলছে। নির্বাচনের আগে বিজেপি নেতাদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর জন্যই তৃণমূল চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ উঠেছে। তবে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এলাকায় আতঙ্ক রয়েছে। 


বাঁকুড়ায় থাকার জন্য প্রাসাদপম বাড়ি নয়, বরং এক কামরার ঘরই খুঁজলেন সুব্রত!