নিজস্ব প্রতিবেদন: চলন্ত টোটোয় বিস্ফোরণ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হুগলির তারকেশ্বর এলাকায়। ব্যাটারি ফেটে বিস্ফোরণ ঘটে টোটোয়। তার জেরেই আগুন ধরে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কার্যত ভস্মীভূত হয়ে যায় টোটোটি। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার সময় টোটোয় একজন মাত্র যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তিনি কোনওক্রমে প্রাণে বাঁচেন।


আরও পড়ুন: বিপাকে বাবুল, এফআইআর-এর নির্দেশ দিল কমিশন


টোটো চালক প্রতীপকুমার বসাক জানিয়েছেন, তিনি একজন যাত্রীকে নিয়ে বালিগাড়ি থেকে তারকেশ্বর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তারকেশ্বরের ১২ নম্বর রাস্তার বাজিতপুর এলাকায় ওই টোটোয় আগুন ধরে যায়।


ঘটনাস্থলের সামনেই ছিল বাজিতপুর দমকল অফিস। সেখান থেকে কর্মীরা এসে তত্পরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন।


আরও পড়ুন: চতুর্থ দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বললেন বিশেষ পর্যবেক্ষক


টোটো চালক জানিয়েছেন, ব্যাটারিটি নতুন। সেই ব্যাটারিই এদিন ফেটে যায়। নতুন ব্যাটারি কীভাবে ফেটে গেল, তা ভেবেই সন্দিহান চালক।


প্রসঙ্গত, টোটো এখন সর্বত্র অন্যতম প্রয়োজনীয় যানের তালিকায় চলে এসেছে। যে রাস্তায় আগে বেশি রিকশা চলাচল করত, সেই রাস্তায় এখন টোটোর দাপটই বেশি। দ্রুতগতি আর দূষণহীন হওয়ায় অনেক রাস্তায় অটোকেও রীতিমতো টক্কর দিচ্ছে টোটো।


আরও পড়ুন: চিটফান্ড চিটিংবাজরা করে, সিপিএমের আমলে হয়েছিল, ৫ বছরে ব্যবস্থা নেননি: মমতা


সেইরকম একটি যানে আচমকা আগুন ধরে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। টোটো কতটা, নিরাপদ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।