বিপাকে বাবুল, এফআইআর-এর নির্দেশ দিল কমিশন
বারাবনিতে বুথে বাবুল সুপ্রিয় কী করছিলেন? জানতে চেয়েছে কমিশন।
নিজস্ব প্রতিবেদন : বারাবনির ঘটনায় আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়ায় বারাবনির ১৯৯ বুথে। সেই ঘটনাতেই এবার এফআইআর দায়েরের নির্দেশ দিল কমিশন।
এদিন বারাবনিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ জড়ান তৃণমূল কর্মীরা। অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়েই বুথে যান বাবুল সুপ্রিয়। বুথে ঢুকে চ্যালেঞ্জ করেন বাবুল সুপ্রিয়। এরপর সেখানে উত্তেজনা আরও ছড়ায়।
আরও পড়ুন, 'বেড-টি দেরিতে', তাই গন্ডগোলের বিষয়ে জানেন না মুনমুন সেন!
দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের মারধর করেছে বিজেপির লোকজন। এরপর তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে বাবুল সুপ্রিয়। তাঁর গাড়িতেও হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এই ঘটনায় আগেই রিপোর্ট তলব করেছে কমিশন। বারাবনিতে বুথে বাবুল সুপ্রিয় কী করছিলেন? জানতে চেয়েছে কমিশন।