নিজস্ব প্রতিবেদন: বাজারে চড়া দাম পেঁয়াজের। হাত পুড়ছে ক্রেতাদের। কেজি প্রতি পেঁয়াজের দাম কোথায় ৪০, কোথাও আবার ৬০ টাকা। এই অবস্থায় সব ধরনের পেঁয়াজের রফতানি আপাতত বন্ধ। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নিষেধাজ্ঞার তালিকায় 'বেঙ্গালোর রোজ' পেঁয়াজও রয়েছে। গতকাল 'ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড'-এর তরফে জারি করা এক নির্দেশিকায় পেঁয়াজ রফতানি বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: TMC-কে রুখতে 'উমা' রূপে BJP-র প্রমীলাবাহিনী, মোদীর জন্মদিনেই উদ্যোগ


অতিরিক্ত বর্ষণের কারণে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে এ বার পেঁয়াজের ফলন ব্যাপক ধাক্কা খেয়েছে। জল জমে চাষ জমিতেই নষ্ট হয়েছে বিঘের পর বিঘের জমির পেঁয়াজ। যার প্রভাব পড়েছে দেশীয় বাজারগুলিতে। এক দিকে বনগাঁর পেট্রাপোল সীমান্তে, অন্য দিকে বসিরহাট সীমান্তে প্রায় ১২,০০০ টন পেঁয়াজ আটকে রয়েছে বলে খবর। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।