Digha: দিঘা মোহনায় কয়েক লক্ষ টাকার দুষ্প্রাপ্য তেলিয়া ভোলা!
Digha Rare Telia Bhola Fish: ইলশেগুঁড়ি বৃষ্টির আবহাওয়ায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠছে, পাশাপাশি উঠছে তেলিয়া ভোলা মাছও। প্রচুর পরিমাণে তেলিয়া ভোলা মাছ দেখা গেল দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।
কিরণ মান্না: গভীর জলের মাছ। চট করে মেলে না। কিন্তু এবারে মিলে গেল। দিঘা মোহনায় উঠল কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ। ইলশেগুঁড়ি বৃষ্টির আবহাওয়ায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠছে, পাশাপাশি উঠছে তেলিয়া ভোলা মাছও। প্রচুর পরিমাণে তেলিয়া ভোলা মাছ দেখা গেল দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। বিশালাকার সব তেলিয়া ভোলা মাছ দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।
এই ধরনের ভোলা মাছ সাধারণত বিদেশে রফতানি করা হয়। বিভিন্ন ধরনের মেডিসিনাল ও বৈজ্ঞানিক কাজে লাগানোর পাশাপাশি বড় বড় (ফাইভ স্টার, সেভেন স্টার) হোটেলে সুস্বাদু ফিশ আইটেম তৈরি করতে ব্যবহৃত হয় এই মাছ।
জলের রুপোলি শস্য ইলিশের সঙ্গে সঙ্গে এই মাছের গুরুত্বও কম নয়। তেলিয়া ভোলা মাছ ওঠায় ভাগ্য ফিরেছে মৎস্যজীবীদেরও। কুড়িটি মাছের দর প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা!
আরও পড়ুন: Jalpaiguri: ভারী বৃষ্টি, ভয়াল স্রোত! সেতুর মুখ পুরোপুরি ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন এলাকা...
প্রায় তিন বছর ধরে কোনও মাছ তেমনভাবে না পেয়ে একরকম লোকসানেই চলছিলেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা। এবার এই ধরনের মাছ প্রচুর ওঠায় মুখে হাসি ফুটছে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সকলেরই।