নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি না হলেও দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। আত্রেয়ী নদীর জল আরও বেড়েছে। বেলাইন গ্রামের প্রায় ১০০ টি বাড়ি জলমগ্ন। দেড় হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই বন্যার জলে প্লাবিত উত্তর দিনাজপুরের ১০০টি গ্রাম। বিঘের পর বিঘে জমি জলের তলায় চলে গিয়েছে। খেতের ফসল বরবাদ হয়েছে। দুর্গতরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। 


আরও পড়ুন: অস্ত্র আইনে ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার যুব তৃণমূল নেতা


নাগর নদীর জলে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও করণদিঘি ব্লকের ১০ টি  পঞ্চায়েত এলাকার প্রায় ১০০ টি গ্রাম।  রবিবার রাত থেকেই এই সমস্ত এলাকায়  জল ঢুকতে শুরু করে। ভোর হতেই প্রাণ বাঁচাতে স্কুলবাড়ি বা উঁচু জায়গায় ছুটতে হয়েছে দুর্গতদের। 


বিপর্যস্ত  বিস্তীর্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। জলের তলায় করণদিঘি ২ ব্লকের চাষের জমি। এলাকার চাষীরা ধরেই নিয়েছেন লকলকিয়ে বেড়ে ওঠে ধান গাছ  পচে যাবে।  পরিশ্রমের ফসল চোখের সামনে বরবাদ হতে দেখছেন কৃষকরা।


কোভিড পরিস্থিতিতে বন্যা। করণদিঘি ব্লকের রসাখোয়া ১,  রসাখোয়া ২, লাউতারা ১,  আলতাপুর ১, আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের ঘুম ছুটেছে। বসতবাড়ি থেকে  চাষের জমি জল থই থই। রায়গঞ্জ ব্লকের ভাতুন, জগদীশপুর, শীতগ্রাম, গৌরী ও বাহিনী গ্রাম পঞ্চায়েতের  চাষের জমিতে বইছে নাগর নদীর  জল। ব্লক অফিস, এস.ডি.ও অফিস থেকে জানা গেছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকাতেই ত্রাণ বিলিবণ্টন শুরু  হয়েছে।