অস্ত্র আইনে ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার যুব তৃণমূল নেতা

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৪৫১, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

Updated By: Sep 28, 2020, 09:01 PM IST
অস্ত্র আইনে ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার যুব তৃণমূল নেতা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : অস্ত্র আইনে ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার যুব তৃণমূল নেতা। ধৃতের নাম সোনু ঠাকুর। রবিবার রাতে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হয় সোনু ঠাকুর নামে যুব তৃণমূলের এই নেতাকে।

জানা গিয়েছে, শহরের এক মারপিটের ঘটনায় বেশ কয়েকদিন ধরেই সোনু ঠাকুরের খোঁজ করছিল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকা থেকে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৪৫১, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিন দুপুরে ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানিয়েছেন, ধৃতকে জেরা করে অস্ত্র উদ্ধার হতে পরে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন, কে ড. হাজরা? হন্যে হয়ে পরিচয় খুঁজতে ব্যস্ত কেন্দ্র-রাজ্য বিজেপি নেতৃত্ব

.