নিজস্ব প্রতিবেদন: একের পর এক রেশন দোকানে হানা দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর সামনেই বেরিয়ে এল রেশন মালিকদের জালিয়াতি কারবার।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকেল ৪টেয় বর্ধমানের সাতগাছিয়ায় কালনা রোডের রেশন দোকানে হানা দেন খাদ্যমন্ত্রী। সেখানে নিম্নমানের চাল দেখেন তিনি। নতুন বস্তা থেকে ভাল চাল বন্টনের নির্দেশ দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তের নির্দেশ দেন বিডিও ও রেশন আধিকারিককে। 


আরও পড়ুন- তিস্তা ইস্যুতে মোদীতেই আস্থা বাংলাদেশের


এরপর মন্ত্রীর গন্তব্য মেমারি। সেখানেও খারাপ গুণমানের চাল ও পোকা ধরা গম দেখতে পান খাদ্যমন্ত্রী। গুদামঘর থেকে উদ্ধার হয় কয়েকশো বস্তা জলন্ধরের চাল। কোথা থেকে এই চাল এল, তা খতিয়ে দেখার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।