Jalpaiguri: আতঙ্ক ছড়িয়ে ফের চা-বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ
আরও চিতাবাঘ থাকার আশঙ্কা।
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরে চা-বাগানে আতঙ্ক ছড়িয়ে অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ। এই নিয়ে গত কয়েক মাসে ৪টি চিতাবাঘ খাঁচা বন্দি হল মালবাজার মহকুমার মানাবাড়ি চা-বাগানে। রবিবার সকালে মানাবাড়ি চা-বাগানের ১২ নম্বর সেকশনে খাচা বন্দি অবস্থায় ওই চিতাবাঘটিকে দেখা যায়। পরে মালবাজার ওয়াইল্ড লাইফের কর্মীরা এসে সেটাকে উদ্ধার করে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মানাবাড়ি চা-বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল। দিনেরবেলা কাজের সময়ও চিতাবাঘ দেখা যেত। সন্ধ্যা হলেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে শূকর, ছাগল-সহ অন্যান্য গবাদি পশু নিয়ে যেত। চা-বাগানের সর্দার বিষ্ণু লোহার, নবীন ওড়াও বলেন, "চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায়, বন দফতরকে বলে সাত দিন আগে খাঁচা পাতা হয়। রবিরার সকালে ধরা পড়ে চিতাবাঘ। বাগানে আরও চিতাবাঘ আছে। আমরা বন দফতরকে আবার খাঁচা বসাতে বলব।"
আরও পড়ুন: Andal: 'দুয়ারে রেশন' কেন বাড়িতে মিলবে না, তোলপাড় রেশন দোকান
আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ! লক্ষ্মীপুজো পর্যন্ত এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস
ওই চা-বাগানের আরও এক শ্রমিক অজিত ওড়াও বলেন, "দু'দিন আগে আমার বাড়ি থেকে ২টো শূকর নিয়ে গিয়েছে চিতাবাঘ। রাত হলে বাড়ির বাইরে বের হতে পারি না। সাত দিন আগে চা-বাগানে কাজের সময় শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ। তবে কপাল ভাল চিতাবাঘটি শ্রমিকটিকে আহত করতে পারেনি।"
জানা গিয়েছে, চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাবে মালবাজার বন দফতর। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।