জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকেয়া পাওনার দাবিতে বনদফতরে অনশন। ৬০ লক্ষ টাকা বকেয়ার দাবি ঠিকা শ্রমিকদের। বন দফতরের বিভিন্ন কাজে নিযুক্ত থাকা ঠিকা শ্রমিকরা এবার অনশনের মঞ্চে। কয়েক বছরে প্রায় ৬০ লক্ষ টাকা বকেয়া পাওনার দাবি বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের ৭৮ জন ঠিকা শ্রমিকের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বড়জোড়া বন দফতরের অধীনে এই ৭৮ জন ঠিকা শ্রমিক বছরের বিভিন্ন সময়ে পরিযায়ী হাতিদের খাবার সরবরাহ, গাড়ি চালক, হূলা পার্টি সহ  বন কর্মীদের সঙ্গে নানান কাজে নিযুক্ত ছিলেন। বিক্ষোভ রত ঠিকা শ্রমিকদের দাবি বন দফতর তাঁদের নায্য পারিশ্রমিক দিচ্ছে না। 


আরও পড়ুন: Dilip Ghosh: 'যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মত বেঁচে আছেন', মমতার মেডিকেল রিপোর্টে কটাক্ষ দিলীপের


বছরের পর বছর সেই পারিশ্রমিক বকেয়া থাকায় বর্তমানে তা ৬০ লক্ষের কাছে দাঁড়িয়েছে। অথচ বন দফতর সেই পারিশ্রমিকের টাকা দিতে নানান রকম ভাবে টালবাহানা করছে কয়েক বছর ধরে। অবশেষে ৭৮ জন পাওনাদার  শ্রমিক বন দফতরের রেঞ্জ অফিসের সামনে অনশনে বসেন। গতকাল সকাল থেকে শুরু হয়েছে অনশন। শনিবার সেই অনশন দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি যতদিন না তাদের পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছে বন দফতর তাঁরা তাদের এই অনশন আন্দোলন চালিয়ে যাবেন।


অন্যদিকে শাসকদলের অভিযোগ রাজ্যের বহু টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই চালু প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই মমতা কাছে এ বড় চ্যালেঞ্জ।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করা কথা মতই একুশে ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের বকেয়া টাকা বঞ্চিতদের হাতে তুলে দিয়েছেন তিনি। সেই টাকা দেওয়া হয়েছে সরকারি তহবিল থেকেই।


১০০ দিনের কাজের বকেয়া মজুরি ২১ লক্ষ ৭৫ হাজার ৪৭৮ জনকে দিতে খরচ হবে ৫৯০৭ কোটি টাকা। শুধুমাত্র অদক্ষ মজুরদের টাকা দিতে খরচ হবে ৩৫০০ কোটি টাকা। 


আরও পড়ুন: Bengali News Live Update: অপেক্ষার শেষ! আজ বিকেল ৩টেয় ঘোষণা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ


অন্যদিকে জলপাইগুড়িতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেক তোপ দাগেন, 'বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার মানুষের টাকা বন্ধ করেছে বিজেপি। বাংলাকে আবাস যোজনার টাকা দেয়নি। এদিকে ৩ হাজার কোটি টাকা খরচ করে রামমন্দির তৈরি করেছে। কিন্তু বহু মানুষকে মাথার ছাদ দিচ্ছে না। বিজেপি নেতারাই বলছে বাংলার টাকা আটকে রেখেছে।'


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)