কলকাতায় করোনায় মৃত্যু; বেঙ্গালুরুতে আত্মীয়রা, জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি হল শ্রাদ্ধের অনুষ্ঠান
পুরোহিত জয়ন্ত চক্রবর্তী বলেন, ` সময়ের সঙ্গে তাল মিলিয়ে শাস্ত্রীয় রীতি বদলানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে বিচার চললে, পড়াশোনা হলে শ্রাদ্ধের কাজ হবে না কেন? সেটাই করলেন জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের পুরোহিত জয়ন্ত চক্রবর্তী।
করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয় কলকাতার বালিগঞ্জের প্রতীক ঘোষ নামে এক ব্যক্তির। তাঁর বেশকিছু আত্মীয় থাকেন বেঙ্গালুরুতে। মৃত ব্যক্তিও ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে জড়িত ছিলেন। আত্মীয়রা যোগাযোগ করেন জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঙ্ঘে।
আরও পড়ুন- পেট্রোল পাম্পে মোদীর ছবি খুলে ফেলল TMC, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ
মৃতের এক আত্মীয় রণেনবাবু জানালেন, আমাদের পরিবারের বহু কাজ ভারত সেবাশ্রম সঙ্ঘের মাধ্যমে হয়। তবে এবার করোনার কারণে বাড়িতে বা অন্য কোথাও এতবড় কাজ সবাইকে নিয়ে করা যাচ্ছে না। তাই এরকম ব্যবস্থা করা হল। এর জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজকে শ্রাদ্ধের কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
আরও পড়ুন-বিজেপিতে সাংগঠনিক রদবদল? Dilip Ghosh-কে জরুরি তলব JP Nadda-র
শনিবার জলপাইগুড়িতে সঙ্ঘের উদ্যোগে ওই ভার্চুয়াল শ্রাদ্ধ সম্পন্ন করা হয়। পুরোহিত জয়ন্ত চক্রবর্তী বলেন, " সময়ের সঙ্গে তাল মিলিয়ে শাস্ত্রীয় রীতি বদলানো হচ্ছে। সব কিছু যদি ভার্চুয়াল হতে পারে তাহলে শাস্ত্রীয় কাজ কেন বাদ থাকবে! তাই এই উদ্যোগ।"
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)