পেট্রোল পাম্পে মোদীর ছবি খুলে ফেলল TMC, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

পেট্রোল পাম্পে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা।

Updated By: Jul 10, 2021, 01:46 PM IST
পেট্রোল পাম্পে মোদীর ছবি খুলে ফেলল TMC, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছে, ডিজেলের দামও আকাশছোঁয়া, রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে ক্রমাগত। এই সব ইস্যুতে এবার রাজ্যজুড়ে মোদী সরকারের বিরুদ্ধে শনিবার প্রতিবাদ-বিক্ষোভে নামল তৃণমূল সরকার। 

পেট্রোল পাম্পে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। শুধু তাই নয় খুলে ফেলে দেন মোদীর ছবিও। একাধিক পেট্রোল পাম্পে থাকা নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দেন তাঁরা। বেশ কিছু জায়গায় ছবি ছিড়েও ফেলা হয়। আগামী দিনে এই আন্দোলন জারি থাকবে বলেই জানান মমতা শিবিরের সমর্থকেরা।

আরও পড়ুন, সিটি সেন্টার লাগোয়া পার্কিং লটে মহিলার পচাগলা দেহ, তীব্র চাঞ্চল্য দুর্গাপুরে

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় চলছে অবস্থান-বিক্ষোভ। কোথাও কুশপুতুল দাহ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে জেলায় জেলায় অবস্থান-বিক্ষোভ। বিগত কয়েকদিন ধরেই জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। শনিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা।

প্রসঙ্গত, সেঞ্চুরি পেরিয়ে ১০১.০১ টাকা পেট্রলের দাম। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের মূল্য (৯২.৯৭)। লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। পেট্রলের ঝোড়ো ইনিংস অব্যাহত। বারবারই এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। 

.