Canning: ডেথ সার্টিফিকেট ছাড়াই শ্মশানে সৎকারের অভিযোগ, হাঁসখালি কাণ্ডের পর উদ্বেগে স্থানীয়রা
অভিযোগ, কবে, কার মৃতদেহ দাহ হচ্ছে; সেখানে নাকি সেই তথ্যও নথিভুক্তকরণেরও ব্যবস্থা নেই।
নিজস্ব প্রতিবেদন: ডেথ সার্টিফিকেট ছাড়াই শ্মশানে চলছে মৃতদেহ দাহ করার কাজ। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের নিকারীঘাটা স্বর্গদুয়ার শ্মশানে কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, কবে, কোন, কার মৃতদেহ দাহ হচ্ছে, সেখানে নাকি সেই তথ্যও নথিভুক্ত করার ব্যবস্থা নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ক্যানিংয়ের নিকারীঘাটার শ্মশানটি বহু বছরের পুরনো। সম্প্রতি ক্যানিংয়ে ইলেকট্রিক চুল্লি চালু হলেও, এই শ্মশানে বহু মানুষ মৃতদেহ দাহ করতে যায়। বছরের পর বছর মৃতদেহ দাহ হলেও নিয়ম মানা হয় না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, ওই শ্মশানে যে সমস্ত মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে বেশিরভাগই অপঘাতে মৃত্যু। অভিযোগ, ওই শ্মশানে নেই কোনও, প্রশাসনের নজরদারি।
ফলে উদ্বেগের সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করছেন, নদিয়ার হাঁসখালির মতো ঘটনার পুনরাবৃত্তি, সেখানেও ঘটবে না তো? স্থানীদের দাবি, ওই শ্মশানেও প্রশাসনের নজরদারি বাড়ানো হোক এবং যে সমস্ত মৃতদেহ সৎকার করা হচ্ছে, তা তথ্য নথিভুক্ত করা হোক।
আরও পড়ুন: Jalpaiguri: ছোট বোনের দোলনায় দোল খেতে যায় দিদি! বাড়ি ফিরে বড় মেয়ের বীভৎস পরিণতি চাক্ষুষ করল বাবা