নিজস্ব প্রতিবেদন: শ্লীলতাহানির অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের বিক্ষোভে তুলকালাম মালদার জে এম সেঠিয়া হিন্দি বিদ্যালয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অ্যাপে ধরা পড়ল ‘সিকিউরিটি বাগ’! হ্যাকিং-এর আতঙ্ক Truecaller-এ!


বুধবার পুলিসের সঙ্গে ধস্তাধস্তি করে গেট ঠেলে স্কুলে ঢুকে ধুন্ধুমার চালাল অভিভাবকরা। বিশাল বাহিনী নিয়ে গিয়ে কোনওক্রমে তা সামাল দেয় পুলিস। লাঠি, বাঁশ নিয়ে অভিভাবকরা তেড়ে যান স্কুলের অফিসের দিকে। শিক্ষকদের একটি ঘরে আটকে দেয় পুলিস।



পুলিস অভিভাবকদের বোঝানোর চেষ্টা করলেও তাতে কান দেননি তাঁরা। পুলিসের বক্তব্য, শিক্ষকদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা আগে থানায় জানানো হোক। তারপর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে তা সামাল দিতে লাঠিচার্য করতে হয় পুলিসকে।


আরও পড়ুন-CCD-র কর্ণধারের আত্মহত্যায় দায়ী মোদী সরকার, ফেসবুকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের


কী অভিযোগ ছাত্রীদের? মূলত ২ শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ এনেছে ছাত্রীরা। অভিভাবকদের কাছে তাদের অভিযোগ, প্রায়ই ওই দুই শিক্ষক তাদের দেহে হাত দেন। বুধবার এক ছাত্রীকে একটি ঘরে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন এক শিক্ষক। ওই কথা ছাত্রীটি তার পরিবারকে জানায়। তার পরেই অন্যান্য অভিভাবকদের জোগাড় করে স্কুল এসে বিক্ষোভ দেখাতে থাকেন ওই ছাত্রীর পরিবার। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কার করতে হবে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তবে। এর মধ্যেই পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায়। স্কুলে ঢুকে তাণ্ডব চালায় জনতা।