নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার রাতে বাঁকুড়ার শালতোড়া থানার মুড়লু গ্রামে নাকা চেকিং চলছিল। সেসময় বাঁকুড়া-পুরুলিয়া সীমান্ত এলাকায় দুই ব্যাক্তিকে পুরনো একটি বস্তায় কিছু নিয়ে যেতে দেখেন নিরাপত্তারক্ষীরা।
 ওই দুই ব্যক্তি পুলিসকে এড়িয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে আরও সন্দেহ হয়।  এরপরই পুলিশ ওই দুই ব্যক্তিকে অনুসরণ করে।  কিছুটা দূরে গিয়ে দেখা যায় একটি ফাঁকা জায়গায় ২৮ টি পুরানো বস্তা জড়ো করা রয়েছে।


সদ্য বিজেপিতে আসা দুলাল বরের প্রার্থী পদের বিরোধিতা করে বনগাঁয় পোস্টার



বস্তাগুলির মধ্যে জিলেটিন স্টিক ছিল। পুলিশ  জানিয়েছে,  ওই বস্তাগুলি থেকে মোট ১১২৭ কেজি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে।  কী কারণে ও কারা এই জিলেটিন স্টিক গুলি এলাকায় মজুত করেছিল তা জানতে তদন্তে নেমেছে শালতোড়া থানার পুলিশ।